
সদ্য চোট থেকে ফিরেছেন মেসি, এখনো শতভাগ ফিট নন। ফিটনেসের অজুহাত দিয়ে মেসিকে আর্জেন্টিনার হয়ে এখনই খেলতে দিতে চাচ্ছে না বার্সেলোনা। বেশ কয়েক ম্যাচ ধরেই মেসি ঠিক তাঁর মতো করে খেলতে পারছেন না। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে গত সপ্তাহে টানা দুটি এল ক্লাসিকো জিতলেও এই দুই জয়ে মেসির তেমন কোনো ভূমিকা ছিল না। প্রথম ক্লাসিকোতে তারা জিতেছে লুইস সুয়ারেজের কৃতিত্বে, পরের ক্লাসিকোর নায়ক ছিলেন ইভান রাকিতিচ। কয়েক সপ্তাহ আগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে এক লিগ ম্যাচে ভ্যালেন্সিয়ার স্প্যানিশ লেফটব্যাক টনি লাতোর সঙ্গে বল দখলের লড়াই করতে গিয়ে ঊরুতে চোট পান মেসি। সেই ব্যথা এখনো থেকে থেকে যন্ত্রণা দিচ্ছে তাকে। মাঠে নামলেও নিজের পুরোটা দিতে পারছেন না। খেলায় দেখা যাচ্ছে না সেই পুরোনো ঝলক। তাই বার্সা চাচ্ছে না এই অবস্থায় আর্জেন্টিনার হয়ে গুরুত্বহীন ম্যাচ খেলে চোটের ঝুঁকি বেড়ে যাক মেসির। আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে খুব একটা গুরুত্ব দিতে চায় না বার্সেলোনা।
ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রথমটা খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে, আরেকটা খেলবে মরক্কোতে গিয়ে। আর্জেন্টিনার কোচ হিসেবে এ দুই ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক অভিষেক ঘটবে লিওনেল স্কালোনির। কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে এ ম্যাচ দুটি খেলবে আর্জেন্টিনা। ১৪ জুন ব্রাজিলে শুরু হবে কোপা আমেরিকার ৪৬তম আসর।
Photography is an art, a picture can tell us many things, download the best picture which are taken by mobile phone, you can find here amazing 'mobile phone photography'.
ReplyDeletefor download click here "Mobile Photography"
Dristrict news is always give the truth news 24 hour ...
ReplyDeleteIf you want more just look here "Best Newspaper"
Dristrict news is always give the truth news 24 hour ...
ReplyDeleteIf you want more just look here "Best Newspaper"